একটি সূত্র জানিয়েছে, জেডি ভ্যান্স বিমানে করে অ্যারিজোনাতে গেলেও তিনি বিমানবন্দর ত্যাগ না করে ওই বিমানেই আবার ফিরে আসবেন। পরিবারের পরিকল্পনা অনুযায়ী চার্লি কার্ক এর মরদেহ একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হবে। গত বুধবার ভ্যান্স কার্ককে তার সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন। এক্স পোস্টে তিনি ১ হাজার শব্দের মাধ্যমে কার্ককের সঙ্গে সম্পর্কের বিস্তারিত তথ্য তুলে ধরেন।দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েলএদিকে চার্লি কার্ককে হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের ছাড় থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বন্দুকধারীর গায়ে ছিল কালো পোশাক। ঘটনার পরই সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের চোখে সানগ্লাস, ক্যাপ ও ব্যাকপ্যাক ছিল।...