জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। ভোট গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম। গতকাল সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ভোট গ্রহণের পর রাতভর ভোট গণনা করা হয়েছে। আশা করছি আজ (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’ অপরদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসহ চারটি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। একই অভিযোগে নির্বাচনে দায়িত্বে থাকা বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন।...