জনস্বাস্থ্য রক্ষায় দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই হার্ট ফাউন্ডেশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব হাসপাতাল, মেডিক্যাল ও ডেন্টাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, নার্সিং কলেজসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনের সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসক, নার্স, সেবাপ্রদানকারী, রোগী ও দর্শনার্থী সবার জন্যই হাসপাতাল হবে শতভাগ তামাকমুক্ত এলাকা। অধ্যাপক রিজভী বলেন, হাসপাতাল হলো রোগ নিরাময়ের স্থান। ধূমপান...