পুরো মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। ধারে তিনি যোগ দিয়েছেন তুর্কি সুপার লিগের ক্লাব ট্রাবজনস্পোরে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডে টালমাটাল দুই বছর এবং চলতি মৌসুমের শুরুতে দুর্বল পারফরম্যান্সের কারণে এই ক্যামেরুন গোলরক্ষক ম্যানইউর ‘ফার্স্ট চয়েজ’ হিসেবে নিজের জায়গা হারান। তাকে সিংহাসনছাড়া করে ‘নাম্বার ওয়ান’ হিসেবে উত্থান হয়েছে আলতাই বায়িন্দির। ইএসপিএনকে সূত্র জানায়, ওনানার এই চুক্তিতে কোনো লোন ফি নেই এবং স্থায়ীভাবে তুর্কি ক্লাবটিতে যাওয়ারও কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ, আগামী গ্রীষ্মে ম্যানচেস্টারে ফিরবেন ওনানা। এছাড়া ম্যানইউকে তার বেতনও বহন করতে হবে না ধারের সময়। ওনানা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন সেনে ল্যামেন্সের অ্যান্টওয়ার্প থেকে ম্যানইউতে যোগ দেওয়ার পর। যদিও গ্রীষ্মের শুরুতে তিনি ক্লাবটিতে থাকতে এবং নিজের জায়গার জন্য লড়াই করতে চেয়েছিলেন বলে সূত্র জানিয়েছে।...