জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘সবগুলো হলের ভোটগণনা করতে সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’ জানা গেছে, তিন হলের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হচ্ছে– মীর মশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল ও জাহানারা ইমাম হল। এখন চলছে আ ফ ম কামাল উদ্দীন হলের ভোটগণনা। বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।...