সেই হংকংয়ের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দিন শেষে জয়ী দলটার নামও বাংলাদেশ। কিন্তু যে বড় ব্যবধানের জয় প্রত্যাশা করেছিল সমর্থকেরা, সেটা আদায় করতে পারেননি লিটন দাসরা। আগে ব্যাটিং করে হংকং নির্ধারিত২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানতুলেছিল। ৭ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতলেও জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ইনিংসের ১৭.৪ ওভার পর্যন্ত। ১৪ বল হাতে রাখা জয়ে তাই বাংলাদেশের নামের পাশে ‘মোটে’ +১.০০১ রানরেট যোগ হয়েছে। যেখানে আফগানিস্তান প্রথম ম্যাচ থেকে +৪.৭০০ রানরেট আদায় করেছে! অতৃপ্তিটা শুধু রানরেটে নয়। এক লিটন দাস বাদে টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংটাই বা করলেন কে? পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ১৪ বলে ১৯ রান...