জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলেছে সারা রাত। আজ শুক্রবার সকালেও তা অব্যাহত রয়েছে। অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ আর বর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া এ ভোটের ফল আসতে আসতে বিকেল হয়ে যেতে পারে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ২১টি হলের মধ্যে ১১টির ফল এসেছে। এরআগে গতকাল সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। যেসব কেন্দ্রে ভোটের সারিতে ভোটাররা অপেক্ষায় ছিলেন, সময় শেষেও তারা ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোটগণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে। জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে। দিনভর ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে গতকালই নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ কয়েকটি বাম সংগঠন...