হবিগঞ্জের লাখাই বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে।লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে বাজারের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য রক্ষা পায় পুরো লাখাই...