টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার ফের ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। মূলত শেষ ঘণ্টার লেনদেনের ওপর ভর করেই উভয় শেয়ারবাজারে বড় উত্থানের দেখা মিলেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার বাজারে বড় দরপতন হয়। দুদিনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৫৪ পয়েন্ট। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যেই দাম কমার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এতে আবারও দরপতনের শঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের। তবে...