রিতা বেগমকে বোন ডেকে দিনাজপুরের বিরামপুরে এসেছেন চীনের নাগরিক লি ছোয়াচো (বামে) দিনাজপুরের বিরামপুরে প্রেমের টানে নয়, বরং বোন ডেকে ছুটে এসেছেন এক বিদেশি অতিথি।উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামের বাসিন্দা রিতা বেগমের বাসায় অবস্থান করছেন তিনি। তাকে একনজর দেখতে বাড়িটিতে ভিড় করছেন প্রতিবেশীসহ আশপাশের এলাকার মানুষজন। তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেছে এই অতিথিকে। বিদেশি এই নাগরিকের নাম লি ছোয়াচো। তিনি চীনের নাগরিক।আরো পড়ুন:বাংলাদেশে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানটিএসএমসির চীনে প্রযুক্তি রপ্তানির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান টিএসএমসির চীনে প্রযুক্তি রপ্তানির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিতা বেগম জানান, একটি অ্যাপের মাধ্যমে তার সঙ্গে লি ছোয়াচো-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রে লি ছোয়াচো তাকে বোন হিসেবে...