আবুধাবিতে দারুন ভাবে এশিয়া কাপের আসর শুরু করল বাংলাদেশ দল। হংকংয়ে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এদিন ব্যাট হাতে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কাপ্তান লিটন দাস। ম্যাচ শেষে তিনি শোনালেন স্বস্তির কথা। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করে প্রতিপক্ষ হংকং। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচ জিতে শুরু করাটা অনেক জরুরি। গত কয়েক সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে যখন এশিয়া কাপে খেলবেন, তখন একটা চাপ থাকবে। আমরা আজ...