রাজধানীর শাহাজানপুর থানার ঝিলপার এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে রবিন (২৪) ও বিশাল (২৪) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। গুলিবিদ্ধ রবিন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সুরগঞ্জ এলাকার কামালের ছেলে। তিনি থাকেন শাহাজানপুর থানার বাগিচা এলাকায়। অন্যদিকে বিশাল পেশায় একজন লেগুনাচালক। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। ঢাকার শাহজাহানপুর থানার মাদারটেক বাজারের গলিতে ভাড়া থাকেন। বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার বলেন, ‘মাদক কারবারকে কেন্দ্র করে রবিন ও শান্তর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শান্ত পিস্তল বের করে রবিনের পেটের বাম পাশে গুলি করে এবং পাশে থাকা...