খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা চলমান আছে। আমাদের ৫টি দলের লিয়াজোঁ কমিটি আছে। একাধিক সভা হয়েছে, আরও হবে। এ বিষয়ে এখন পর্যন্ত নীতিগত কথা হয়েছে। সবাই একমত যে, জোটবদ্ধ হওয়া দরকার। নির্বাচনের তপশিল হলে নির্বাচনী সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে।ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মো. সাহাবুল হক বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ইসলামী দলগুলো বিএনপির বিপক্ষে একটি স্বতন্ত্র জোট গঠনের চেষ্টা করছে, যা রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দেয়। যদি তারা সংহত ও শক্তিশালী জোট গঠনে সক্ষম হয়, তবে তারা ঐতিহ্যবাহী ভোট ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ অংশ দখল করতে পারবে এবং সংসদে ভালোসংখ্যক প্রতিনিধি পেতে পারে। তবে এই জোটের...