নেপালের রাজধানী কাঠমান্ডুসহ ভক্তপুর ও লাতিপুরে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এক বিবৃতিতে এই আদেশ জারি করেছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে, এ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে পরের দিন শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে নিষেধাজ্ঞামূলক আদেশ ও কারফিউ চলাকালীন সময়ে জরুরি প্রয়োজনে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, নেপালে পর্যটকদের জন্য একটি বাস পরিষেবা চালু করেছে। দেশটির...