ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। আল জাজিরা জানিয়েছে, পাঁচজনের মধ্যে চারজন বিচারপতি বলসোনারোকে কারাদণ্ডের পক্ষে রায় ঘোষণা করেন। ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয় বলসোনারোকে। বিচারপতি কারমেন লুসিয়া বলেন, গণতন্ত্র ও প্রতিষ্ঠান ধ্বংস করার উদ্দেশ্যে বলসোনারো কাজ করেছেন বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে সুপ্রিম কোর্টের প্যানেলের পাঁচ বিচারপতির একজন লুইজ ফক্স ৭০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেন। প্রতিবেদন বলছে, বর্তমানে গৃহবন্দী থাকা বলসোনারো পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ৪০ বছর...