নানা অনিয়ম অভিযোগ ও তিন শিক্ষকসহ পাঁচ প্যানেলের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে ঢিমেতালে। ভোর সাড়ে ৪টা পর্যন্ত মাত্র চারটি হলের ভোট গণনা শেষ করতে পেরেছেন নির্বাচনি কর্মকর্তারা। একে একে গণনা করা হবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল ছাত্র সংসদের ভোট। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে সিনেট ভবনে অস্থায়ীভাবে তৈরি করা ভোট গণনা কক্ষে কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আ ফ ম কালাম উদ্দিন হল ও শহীদ জননী জাহানারা ইমাম হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। আর শেষ পর্যায়ে রয়েছে ভাষানী হলের ভোট গণনা। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট শেষে হলের কেন্দ্রগুলো থেকে বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। পরে রাত ১০টার কিছু পরে শুরু হয় ভোট গণনা।...