রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ু সংলগ্ন ‘পান্থকুঞ্জ পার্ক’ ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের আদেশের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হবে। আবেদনের বিষয় নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খান জিয়াউর রহমান বলেন, আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছি। আগামী সপ্তাহে আবেদনের ওপরে শুনানি হবে। এর আগে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ু সংলগ্ন ‘পান্থকুঞ্জ পার্ক’ ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে বিনোদন ও অন্য উদ্দেশে জনসাধারণের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের...