একাধিকবার মানবধর্মে বিশ্বাসের প্রমাণ রেখেছেন শাহরুখ খান। এবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্যও ঝাঁপিয়ে পড়লেন বলিউড সুপারস্টার। ‘কিং’ সিনেমার শুটিং কিংবা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচারের ব্যস্ততা যতই থাকুক না কেন, তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর দৌলতে কিন্তু তিনি প্রতিনিয়ত মানবসেবায় নিয়োজিত। বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। এমতাবস্থায় জলমগ্ন পাঞ্জাবে নিঃশব্দেই সেবায় নিয়োজিত শাহরুখ খান। এবার খবর, বানভাসি পাঞ্জাবের ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। ইতিমধ্যেই বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ পাঞ্জাবের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য শুরু করেছে বলে খবর বলিউড মাধ্যম সূত্রে। এ ছাড়া পাণীয় জল, খাবার, ফোল্টিং কাট, তোষক, মশারি-সহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছে শাহরুখের টিমের তরফে। ওষুধপাতি...