২০২৪ সালের শ্রমশক্তি জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। চূড়ান্ত হিসাব মতে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ২০ হাজার। ২০২৩ সালে এটি ছিল ২৪ লাখ ৬০ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৬০ হাজার। একই সময়ে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৭ লাখ হ্রাস পেয়েছে। প্রথমবারের মতো হ্রাস পাওয়ার এমন ঘটনা দেখা গেল। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে সার্বিকভাবে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার। ২০২৪ সালে সেটি হ্রাস পেয়ে হয়েছে ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পেয়েছে ১৭ লাখ ৪০ হাজার। এই জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে কর্মে নিয়োজিত আছে ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার। আগের বছর...