ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর শুরু হতে বাকি আর ২৭২ দিন। এবারের বিশ্বকাপে খেলবে মোট ৪৮ দেশ। এরই মধ্যে নিশ্চিত হয়েছে ১৮টি দেশের বিশ্বকাপ খেলার টিকিট। বাকি ৩০টি জায়গার জন্য এগিয়ে কোন কোন দেশ। কোন মহাদেশ থেকে কতটি দলের জায়গা বাকি? কতদিন সময় লাগবে সেই স্পটগুলো পূরণ হতে, সেই বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ বাছাই খেলার প্রয়োজন নেই। বাকি ৪৫টি দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হচ্ছে। বিশ্বকাপ বাছাই সবার আগে শুরু করে শেষ করেছে দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর শুরু হওয়া বাছাইপর্ব শেষ হয়েছে গেল মঙ্গলবার। এই অঞ্চলে ১০ দলের মধ্যে ৬টি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। পয়েন্ট টেবিলের ৭ নম্বর দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের...