জুলিয়ান উড এসে শিখিয়েছেন কী করে ‘পাওয়ার হিটিং’ করতে হয়, তবে আবুধাবির গরমে স্মার্ট ক্রিকেট খেলেই হংকংকে হারাল বাংলাদেশ। ১৪৪ রান তাড়া করতে নেমে লিটনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে, ১৪ বল হাতে রেখে। লক্ষ্যটা যখন আয়ত্তের মধ্যেই তখন আর তেড়েফুঁড়ে মারার কী দরকার! বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তাই ছক্কা মাত্র দুইখানা। লিটনের হাফসেঞ্চুরি ইনিংসের একমাত্র ছক্কাটা এসেছে তার খেলা ৩২তম বলে, ৪২ থেকে ৪৮ রানে পৌঁছেছেন ইয়াসিম মুর্তাজার বলে সøগসুইপে। আরেকটা ছক্কা পারভেজ হোসেন ইমনের ব্যাটে, পুল করতে গিয়ে ব্যাটের আগায় লাগিয়ে বল হাওয়ায় ভাসিয়ে ছয় রান পেয়েছেন ভাগ্যের জোরে। গোটা ইনিংসে চারের মার ১০ খানা। এর ভেতর লিটনই মেরেছেন আধডজন। এতসব পরিসংখ্যান শুরুতেই জানিয়ে দেওয়ার কারণ, কোনো অঘটন ঘটেনি। সাগরিকার ১১ বছর আগের দুঃস্বপ্ন আবুধাবিতে ফেরাতে পারেনি হংকং। অপেশাদার...