ইসলাম ধর্মের অনুসারীরা সবাই জীবনে একবার হলেও আল্লাহ’র ঘর দেখতে মক্কা শরীফে যেতে চান। ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়া সাথিরা জাকের জেসিও জুলাই মাসে গিয়েছিলেন মক্কায়, উমরাহ হজ পালনের উদ্দেশে। মক্কায় থাকার সময়ই তার কাছে যায় এমন একটি ইমেইল, যেটা পেয়ে ঘণ্টা দেড়েক কেঁদেছিলেন, তবে সেই কান্না ছিল সুখের। নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে, এই আসরেই প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার এবং ম্যাচ রেফারি, সব ম্যাচ অফিশিয়াল হবেন নারী। বাংলাদেশের আম্পায়ার জেসিও আছেন আইসিসির নির্বাচিত ১৪ জন আম্পায়ারদের তালিকায়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৪ জন আম্পায়ারের তালিকা। এই তালিকায় ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্নের মতো অভিজ্ঞ আম্পায়াররা আছেন যারা তৃতীয়বারের মতো বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। আবার সুযোগ পেয়েছেন...