কানাডায় চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও দেশটির সর্ববৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাসম্পন্ন আয়োজন টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ)। প্রতিবারের চেয়ে এবারের মর্যাদা যেন আরও জাঁকজমকপূর্ণ। এবার উৎসবটি পা রাখল ৫০ বছরে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজকরা উৎসবটি শুধু চলচ্চিত্র শিল্পের ভেতরেই সীমাবদ্ধ না রেখে সাধারণ দর্শক ও বৃহত্তর সমাজের সঙ্গে একটি সেতুবন্ধন গড়ে তোলার দিকে জোর দিয়েছেন। বিশেষ এই আসরটি শুধু সিনেমাতেই নয়, ফ্যাশন ঝলকানিতেও মাতিয়েছে টরন্টো শহরকে। গত ৪ সেপ্টেম্বর কানাডার টরন্টোর স্থানীয় সময় সন্ধ্যায় ‘জন ক্যান্ডি : আই লাইক মি’ নামক তথ্যচিত্রের (ডকুমেন্টারি) বিশ্বপ্রদর্শনীর (ওয়ার্ল্ড প্রিমিয়ার) মাধ্যমে শুরু হয় ৫০তম আসর। প্রথমদিন থেকেই বিশ্বের সব তারকাদের রকমারি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় যত এগিয়ে যাচ্ছে, তারকাদের আনাগোনাও বেড়ে যাচ্ছে। হলিউড তারকাদের পাশাপাশি বলিউডেরও একাধিক তারকায় মুখর এবারের আসরটি। একের পর...