বর্তমান বিশ্বে বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি সর্বত্র কতরকম যে এফেক্টের ছড়াছড়ি তা বলে শেষ করা যাবে না। তবে এসময়কার সবচেয়ে বিখ্যাত এমন এফেক্টের দুটি হলো: গ্রিন হাউজ এফেক্ট ও ট্রাম্প এফেক্ট। আর এ দুটি এফেক্টই এখন বিশ্বব্যাপী মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। আরও উল্লেখযোগ্য দিক হলো এ দুটি প্রভাব বা এফেক্ট আন্তঃসম্পর্কিত, এমনকি বলা যায় একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আরও সঠিকভাবে বললে, গ্রিন হাউজ এফেক্ট আসলে ট্রাম্প এফেক্টেরই একটা অংশ। এগুলোর প্রভাব কত বিস্তৃত ও গভীর তা খুঁটিয়ে না দেখলে বিশ্বাস করাই মুশকিল। এ দুই প্রভাবই বিশ্বে বাড়াচ্ছে তাপমাত্রা, দুর্যোগ, অস্থিরতা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও ভবিষ্যতের অনিশ্চিয়তা। তবে একটি এফেক্ট ভৌগোলিক ও জলবায়ু ক্ষেত্রে, আরেকটি সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে— দুইই পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ডনাল্ড ট্রাম্প ও তার সাগরেদরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সত্যে...