অগ্নিগর্ভ নেপালে তিন দিন হোটেলবন্দি থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার কুর্মিটোলা সামরিক ঘাঁটিতে পৌঁছান জামাল ভূঁইয়ারা। একই ফ্লাইটে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরাও। ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ আর মাঠে গড়ায়নি। এর আগের দিন থেকেই নেপাল জুড়ে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, সংসদ ও রাজনীতিবিদদের বাসভবনে অগ্নিসংযোগ করে। সহিংসতায় ৩০ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় বাংলাদেশ দল কার্যত হোটেলবন্দি...