চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের স্তূপ জমেছে। বছরের পর বছর ধরে পড়ে আছে ১০ হাজারের বেশি নিলামযোগ্য কনটেইনার। যেগুলো বন্দরের জায়াগা দখল করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। এসব কনটেইনার বন্দর এলাকা থেকে দ্রুত অপসারণ করে জায়গা খালি করার জন্য একাধিকবার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তারপরও কোনও কাজ হয়নি। রয়েছে নিলামে ধীরগতি। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৫৯ হাজার কনটেইনার ধারণক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রতিদিন কনটেইনারের সংখ্যা ৪২ হাজার থেকে ৪৫ হাজার পর্যন্ত গিয়ে ঠেকছে। এতে বন্দরে জট তৈরি হচ্ছে। এর মধ্যে ১০ হাজারের বেশি আছে নিলামযোগ্য। তার মধ্যে ১০ বছরের পুরোনো (২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) সাড়ে পাঁচ হাজার রয়েছে। বাকি সাড়ে চার হাজার আগে ও পরে জমেছে। এসব কনটেইনার ভর্তি পণ্য ডলার...