জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানে আছে। বিএনপি বলছে, সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ চায় জামায়াত। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক শেষ হয়েছে। বিষয়টি নিয়ে রোববার বিকালে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব বিষয় উঠে আসে। সংলাপে বিভিন্ন দল আশঙ্কা প্রকাশ করেছে, সনদ নিয়ে ঐকমত্য না হলে নির্বাচিত সরকার দুর্বল হবে। অথবা নির্বাচন নিয়েও আশঙ্কা আছে। সভা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়...