দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চারটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। অভিযোগের মধ্যে রয়েছে অর্থপাচার, স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম, রাস্তা ও সেতু নির্মাণে দুর্নীতি এবং সরকারি অর্থের অপব্যবহার। আইজিডব্লিউ অপারেটরস ফোরামের বিরুদ্ধে বেক্সিমকো কম্পিউটার লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। টিম অফিসে সরেজমিন পরিদর্শন করে নথিপত্র, রেকর্ডপত্র ও লেজার বুক যাচাই করে এবং বিভিন্ন ব্যাংক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এদিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, নিম্নমানের খাবার সরবরাহ এবং নোংরা পরিবেশ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে রোগীদের সঙ্গে আলাপ করে তথ্য সংগ্রহ করেছে। দেখা গেছে, সরকারি নির্ধারিত মূল্যের...