নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। মঙ্গলবার রাতে কাঠমান্ডুর একটি পাঁচতারকা হোটেলে বিক্ষোভকারীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনার বাসিন্দা ব্যবসায়ী আবু ইউসুফ, তার স্ত্রী ও একমাত্র সন্তান ফাহিম হোটেল গ্রান্ড হায়াতে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা তাদের জিম্মি করে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ ডলার, রুপি, দুটি আইফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে। পরে হোটেলে তারা আগুন ধরিয়ে দিলে পরিবারের সদস্যরা তৃতীয় তলা থেকে লাফ দিয়ে কোনোমতে প্রাণে বাঁচেন। হামলার শিকার পরিবারকে হোটেল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিলেও নিরাপত্তার কারণে তারা আর সেখানে থাকতেই রাজি হননি। পরে বাংলাদেশ দূতাবাস তাদেরকে রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করে। এদিকে একই দিনে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সহায়তা দিতে যাওয়ার পথে...