বিক্ষোভ শেষে থমথমে নেপালে ধীরে ধীরে কাটছে অচলাবস্থা। সংকট সমাধানে চলছে দফায় দফায় আলোচনা। তবুও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সাময়িক সময়ের জন্য শিথিল করা হচ্ছে কারফিউও। এরই মধ্যে জানা গেছে-নেপালে সেনাশাসন চাইছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিখদেল। এমনকি প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। বুধবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন নেপালের খ্যাতিমান প্রবীণ সাংবাদিক কিশোর নেপাল। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই প্রেসিডেন্ট পাউডেল ও ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব সেনা নিরাপত্তায় রয়েছেন। সাংবাদিকের সেই পোস্টটি থেকে আরও জানা গেছে- ‘প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তারা যদি চায় তাকে হত্যা করতে পারে। এমনকি তার মৃত্যুর জন্য বিক্ষোভকারীদের দায়িও করতে পারে। এরপর তাদের যা ইচ্ছা তা তারা করতে পারে।’ বুধবার সেনা সদর দপ্তরে নিরাপত্তা...