রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ঢাকার বিজ্ঞ সি.এম.এম আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গ্রাহক আহসান হাবিব শুভসহ একাধিক অভিযোগকারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা দালাল প্লাস (ব্রোকার ডিজিটাল সল্যুশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোটরবাইক ও মোবাইল ফোন বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ৮ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৬৬৩ টাকা হাতিয়ে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে পণ্য সরবরাহ না করে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের ঘুরাতে থাকেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তারা। অভিযোগে আরও বলা হয়, পণ্য সরবরাহে ব্যর্থ হয়ে আসামিরা গ্রাহকদের নগদ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন। সর্বশেষ গত ১০ আগস্ট ২০২৫ তারিখে...