মুমিন জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা। এটি এমন এক আমল, যা সরাসরি কুরআনের নির্দেশ এবং অসংখ্য সহিহ হাদিসের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহতায়ালা কুরআনে ইরশাদ করেছেন-নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ইমানদাররা! তোমরা নবীর ওপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। (সূরা আল-আহজাব : ৫৬।) এ আয়াত থেকে স্পষ্ট হয়, দরুদ পাঠ করা শুধু নফল আমল নয়; বরং এটি একটি আল্লাহর সরাসরি হুকুম। যখন মহান আল্লাহ এবং ফেরেশতারা রাসূল (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন, তখন একজন মুসলিমের জন্য এর গুরুত্ব কেমন হওয়া উচিত, তা সহজেই অনুমেয়। রাসূলুল্লাহ (সা.) দরুদ পাঠের ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন এবং এর অগণিত ফজিলত বর্ণনা করেছেন। কিছু প্রধান ফজিলত হলো- আল্লাহর রহমত...