বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে বসবাস করে আসছে। একে অপরের উৎসবে অংশ নেয়া, বিপদের সময় সহযোগিতা করা এবং সামাজিক বন্ধনে আবদ্ধ থাকা আমাদের সংস্কৃতির অংশ। যদিও মাঝেমধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শান্তির আবহে আঘাত হানে তবুও বাংলাদেশের সামগ্রিক চিত্র হলো পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মিলেমিশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকারই আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রথম স্তম্ভ আমাদের সংবিধান। যেখানে ২(ক) অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিলেও একই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে—সব ধর্মের অনুসারীরা সমান মর্যাদা ও সমঅধিকার ভোগ করবেন। পাশাপাশি ১২ নং অনুচ্ছেদে ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’কে রাষ্ট্রের মৌলিক নীতিগুলোর একটি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। আর ৪১ নং অনুচ্ছেদে প্রত্যেক...