নির্বাচন বর্জন, পদত্যাগ, অব্যবস্থাপনা ও পালটাপালটি অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট শেষ হয়েছে। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আটটি প্যানেলের পাঁচটিই ভোট বর্জন করেছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর সাড়ে ছয় ঘণ্টা পর জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট প্রিন্টসহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রথমে নির্বাচন বর্জন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এরপরই নির্বাচনে অব্যবস্থাপনায় ও অনিয়মের কথা জানিয়ে তিন শিক্ষক নির্বাচনি মনিটরিং টিমের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তারা ক্যাম্পাসে বিএনপিপন্থি শিক্ষক হিসাবে পরিচিত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল। ওই প্যানেল হলো-‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও ‘সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র আংশিক প্যানেল। শেষ পার্যন্ত মাঠে আছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের...