ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ের মুকুট পরেছেন চট্টগ্রামের ছেলে সাদিক কায়েম। জিএস পদেও বিজয়ী হয়েছেন চট্টগ্রামের আরেক সন্তান এসএম ফরহাদ। এ দুই গুরুত্বপূর্ণ পদ ছাড়াও বৃহত্তর চট্টগ্রাম থেকে আরও পাঁচজন বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন। তাদের এই মর্যাদাপূর্ণ জয়ে চট্টগ্রামে আনন্দের বন্যা বইছে। সর্বত্রই এখন ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা। সাদিক কায়েম ও এসএম ফরহাদ পড়াশোনা করেছেন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায়। তাদের সাবেক এই শিক্ষাপ্রতিষ্ঠানেও আনন্দের কমতি নেই। চট্টগ্রামের মানুষ বলছেন, এটি কেবল সাদিক কায়েমদের ব্যক্তিগত অর্জন নয়। বরং তারা যেন বার্তা দিলেন-রাজধানীনির্ভর রাজনীতির সমীকরণে সমান শক্তি নিয়ে উঠে আসতে পারে প্রান্তিক এলাকার আলো-হাওয়ায় বেড়ে ওঠা তরুণ-তরুণীরাও। চট্টগ্রামের শিক্ষার্থীদের জয়জয়কার : ভিপি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে আলোচিত মুখ।...