একীভূতকরণের তালিকায় থাকা দুর্বল পাঁচ ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে। শেয়ারের বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। বর্তমান সরকারের সময়ে পুনর্গঠন করা পাঁচ ব্যাংকেরই পরিচালনা পর্ষদ বাতিল করা হবে। নবগঠিত ব্যাংকের নামে শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। গঠন করে দেওয়া হবে নতুন পরিচালনা পর্ষদ। নিয়োগ দেওয়া হবে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও। পাঁচ ব্যাংকের সমুদয় সম্পদ ও দায়দেনা হস্তান্তর করা হবে নতুন ব্যাংকের নামে। বৈদেশিক দেনা দ্রুত পরিশোধ করা হবে। আমানতকারীদের পুরো অর্থই ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নতুন ব্যাংকের শেয়ার দেওয়া হবে। একীভূতকরণের প্রক্রিয়ায় পাঁচ ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরই উল্লিখিত পদক্ষেপ গ্রহণ করবে। ইতোমধ্যেই এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে নবগঠিত ওয়ার্কিং...