তথ্যপ্রযুক্তি লেখক ও সাংবাদিক মোজাহেদুল ইসলাম ঢেউ-এর নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটির অনলাইন প্রি-অর্ডার ইতোমধ্যেই শুরু হয়েছে। পাঠকদের জন্য এই বই প্রকাশ করছে সিসটেক পাবলিকেশন্স। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল যুগে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মোড়ে, যেখানে কীবোর্ডের টোকায় ডলার বেজে ওঠে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হয়ে উঠছে মানুষের নতুন সহকর্মী। এই বই সেই সেতুবন্ধন—শেখা থেকে আয়, সাংবাদিকতার অনুসন্ধান থেকে শুরু করে সাধারণ পাঠকের জন্য সচেতনতার বার্তা। বইটি তিন ভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তরুণদের জন্য আয়ের গাইড। এখানে বলা হয়েছে কীভাবে এআই কনটেন্ট প্রম্পট ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেটে সুযোগ তৈরি করা যায় এবং ছোট ছোট আইডিয়া থেকে বড়সড় ইনকাম সম্ভব হয়। দ্বিতীয় অংশ সাংবাদিকদের জন্য একেবারে ইনভেস্টিগেটিভ হ্যান্ডবুক, যেখানে...