আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেওয়ার পর দলের নেতৃত্ব দেওয়া লিটন দাস জানালেন, টুর্নামেন্টে ভালো শুরুর গুরুত্বটাই ছিল সবচেয়ে বড় বিষয়।৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলেছি, কিন্তু এশিয়া কাপে আলাদা চাপ থাকে। আজ আমরা খুব ভালো খেলেছি।’বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বিশেষভাবে উল্লেখ করেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। ২ উইকেট নেওয়া রিশাদ ফেরান গুরুত্বপূর্ণ ব্যাটার নিজাকাত খানকেও।‘গত কয়েক বছরে আমাদের পেস বোলিং দারুণ উন্নতি করেছে। শুধু একজন লেগ স্পিনারের অভাব ছিল। রিশাদ সেটি পূরণ করেছে, সে সত্যিই ভালো করছে,’ বলেন লিটন।লিটন-হৃদয়ের ব্যাটে ভর করে টাইগারদের...