অর্ডার বিপক্ষে গেলে বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে আলোচনা না করার জন্য বলেছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে আইনজীবীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘যেকোনো অর্ডার পক্ষে-বিপক্ষে যেতে পারে। তবে এটার জন্য উপরস্থ আদালত রয়েছে, সেখানে যাবেন। যদি যেখানেও না হয়, তাহলে হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু একটা অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে বিচার বিভাগ নিয়ে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুণ্ন হওয়া। আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ। আইনজীবী ছাড়া বিচারকাজ চলতে পারবে না।’তিনি আরো বলেন, ‘ঢাকার আদালতের সংকট নিরসনে কাজ শুরু হয়ে গেছে। এখন শুধু আপনাদের (আইনজীবী) সহযোগিতা দরকার। আদালতে ২০...