ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে গরিব ও অসহায় রোগীদের জন্য ২০টি হুইলচেয়ার প্রদান করা হয়।হুইলচেয়ার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক দিকগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ধরনের উদ্যোগ আমরা সবসময় নিয়ে আসছি।তিনি আরও বলেন,...