পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে এসেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিবেশ সচেতনতা বাড়াতে তিনি ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার না করার কথা জানান। সেদিন আড্ডার ছলেই অভিনেত্রী আরও বলেন— আমি কিন্তু আধা বাঙালি, জানেন তো? দিয়া মির্জা বলেন, আমি স্পষ্ট বাংলা বলতে পারি। আমার মা বাঙালি। আর বাবা জার্মান ছিলেন। ৯ বছর বয়সে বাবাকে হারাই। তারপর আমি এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে অ্যাডপ্ট করেছিলেন। সেই পারিবারিক শিক্ষাই আমি এখনো বহন করি। অভিনেত্রী বলেন, মুসলিম পরিবার মানেই একটা ধারণা তৈরি হয়— মেয়েরা কথা বলতে পারবে না। অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে। হঠাৎ করে পরিবেশ সচেতনতা বাড়ানোর বিষয়ের কথা কেন মনে হলো?—এমন প্রশ্নের জবাবে দিয়া মির্জা...