নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি। সম্প্রতি নোভার্টিস এজি, সুইজারল্যান্ডের কাছ থেকে নোভার্টিস বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড। যার ফলশ্রুতিতে এই পরিবর্তন। শেয়ার ক্রয়ের সকল নীতিমালা মেনে এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের যথাযথ অনুমোদনের মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে। সিংহভাগ মালিকানা পরিবর্তন হলেও কোম্পানীটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) শেয়ারহোল্ডিং অপরিবর্তিত আছে।সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ নির্মাতা নোভার্টিস ও এর পূর্বসূরী কোম্পানীগুলো প্রায় ২৫০ বছরেরও অধিক সময়জুড়ে গবেষণা-নির্ভর উদ্ভাবনী ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করে চলেছে। প্রতিষ্ঠানটি এদেশে ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী সিবা-গেইগী ও স্যান্ডোজ এজি’র একীভূতকরণের পর ১৯৯৬ সালে পরিবর্তিত নামে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে। সম্প্রতি নোভার্টিস এজি বাংলাদেশে তার শেয়ার বিক্রির...