জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে সেখানে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন আরও প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।প্রধান ফটকে অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে মাওলানা আফজাল হোসাইন সাংবাদিকদের বলেন, “১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করার পর থেকেই নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এখন পরিস্থিতি কেমন, সেটাই খোঁজ নিতে এসেছি।”তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন।এদিকে রাত গভীর হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সমর্থক সেখানেই জড়ো...