শেষ সময়ে এসে বর্জন ও অনিয়মের অভিযোগ তোলার মধ্যে দিয়ে হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে ধীরগতিতে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট শেষে হলের কেন্দ্রগুলো থেকে বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। পরে রাত ১০টার কিছু পরে শুরু হয় ভোট গণনা। সবার আগে কাজী নজরুল ইসলাম এবং মীর মশাররফ হোসেন হলের ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়। পরে আ ফ ম কালাম উদ্দিন হল, শহীদ জননী জাহানারা ইমাম হলসহ আরেকটি হলের ব্যালট বাক্সও খুলে গণনা শুরু হয়। রাত আড়াইটার দিকে একটি হলের ভোট গণনা শেষ হয়েছে; আরও চারটি হলের গণনা চলছে। সিনেট ভবনে কর্মকর্তারা ঘোষণা দেন, একসঙ্গে দুটি করে হলের ভোট গণনা করা হবে। প্রথমে হল সংসদের, এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা হবে। জাকসু...