জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে অব্যবস্থাপনা ছিল। কোনো কোনো হলে সন্ধ্যার পরও ভোট নিতে হয়েছে। রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। যন্ত্র বাদ দিয়ে হাতে গোনা হচ্ছিল ভোট। কারণ, কয়েকটি প্যানেল যন্ত্রে ভোট গোনা নিয়ে আপত্তি জানিয়েছিল। প্রথমে সিদ্ধান্ত ছিল যন্ত্রে ও হাতে ভোট গণনা হবে। রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ভোট গণনা শেষ করতে সারা রাত লেগে যাবে। তাঁরা আশা করছেন আজ শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। এর আগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি...