ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫ ক্যাটাগরির পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন আজ বৃহস্পতিবার থেকে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদগুলোর বিবরণ ও সংখ্যা১. সিস্টেম অ্যানালিস্টপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৪০ বছরসাকল্যে বেতন: ৬৬ হাজার টাকা ২. প্রোগ্রামারপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৩৫ বছরসাকল্যে বেতন: ৫৬ হাজার ৫২৫ টাকা ৩. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন: ৩৫ হাজার ৬০০ টাকা ৪. প্রশাসনিক কর্মকর্তাপদসংখ্যা: ১বয়স: অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন: ২১ হাজার ৭০০ টাকা ৫. কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১২০ (কমবেশি)বয়স: অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন: ১৯ হাজার ৩০০ টাকাবয়স: ১–৯-২০২৫ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সময়সীমার মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।আবেদন ফি...