নেপালে অন্তর্বর্তী প্রধান কে হচ্ছেন, সুশীলা নাকি কুলমান? NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ‘জেন-জি’ আন্দোলনের সামনে এখন বড় প্রশ্ন—কে হবেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী?কাঠমাণ্ডু থেকে প্রকাশিত বুধবারের গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ও দুর্নীতি দমন আন্দোলনের প্রবীণ কর্মী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন জানিয়েছে বিক্ষোভকারীদের বড় একটি অংশ। জানা গেছে, তিনি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছেন।সুজিত কুমার ঝা নামের একজন রয়টার্সকে বলেন, ‘আমরা সুশীলা কার্কিকে সৎ, নির্ভীক ও দৃঢ় হিসেবে দেখছি। সত্যের কণ্ঠস্বর যেন কার্কি।’দুর্নীতি দমন আন্দোলনের প্রবীণ কর্মী হিসেবেও তিনি পরিচিত। তার সততা, সাহসী মনোভাব ও নেতৃত্বগুণের প্রশংসা করছেন আন্দোলনকারীরা। কার্কি নিজেও অন্তর্বর্তীকালীন প্রশাসনিক ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন।তবে...