নেপালের অন্তবর্তী সরকারের প্রধান কে হবেন? কার নেতৃত্বে এগোবে নেপাল? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে আন্দোলনকারীদের পছন্দ কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ ওরফে বলেন। তবে বুধবার নেপালের ছাত্র-যুব নেতৃত্বের পক্ষ থেকেই উঠে আসে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। বুধবার রাত পর্যন্ত সেই সম্ভাবনাই ছিল প্রবল। কিন্তু হঠাৎই তা ভিন্ন মোড় নেয়। শোনা যায় সুশীলা নন, এই পদে বসতে পারেন কুলমান ঘিসিং। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, সুশীলাকে বেছে নেওয়ার ২৪ ঘণ্টা পরই জেন-জি আন্দোলনকারীরা একটি বিবৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান পদের জন্য কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে। কুলমান সাবেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছেন গণবিক্ষোভে নেপালের ওলি সরকারকে ক্ষমতাচ্যুত করা...