রাজধানীর কামরাঙ্গীরচর জাওলাহাটি খোলামোড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যাটারি চালিত রিকশাচালক আকরাম হোসেন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। মৃত আকরাম হোসেনের ভাবি রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচর জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন ব্যাটারিচালিত রিকশাচালক আকরাম হোসেন। তিনি আরও বলেন, সকালে আমরা খবর পাই আকরাম ঢাকা মেডিকেলে আছে। পরে আমরা হাসপাতালে এসে তাকে আহত অবস্থায় পাই। বিকেলে তার অপারেশন করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে সে মারা যায়। এ ব্যাপারে শামীম মিয়া নামের এক পথচারী বলেন, গত আজ ভোর রাতের দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রিকশাচালক আকরাম হোসেন। পাশেই তার রিকশাটি...