সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গিয়েছিলেন। এবার সেই একই দাবি জানালেন অভিনেতা অভিষেক বচ্চনও। যে কোনো ওয়েবসাইট বা যে কোনো মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, সেই আর্জি জানাতে আদালতে হাজির হন তিনি। দিল্লির হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এ বিষয়ে আবেদন করেন অভিষেক বচ্চন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুনানি। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করে বলেছেন, অভিষেকের ছবি, ভিডিও— এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে। বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ ব্যবহার করে তারা বেশ কিছু পণ্য বিক্রি করছেন বলেও দাবি করেন। এর আগে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও প্রায়...